নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা জুলাই ছিলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটি চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়
। এদিনই বিধান চন্দ্র রায়ের একটি আবক্ষমূর্তির উন্মোচন হল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৷ শিলিগুড়ি – জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষের আর্থিক ব্যয়ে এই মূর্তির উন্মোচন করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্ত্তী ৷ এসজেডিএর তরফে শুক্রবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসকদের একটা কনফারেন্স হল ও রুগিকল্যান সমিতির স্হায়ী অফিস ঘরের শুভ সূচনা করা হয় ৷