নিজস্ব প্রতিবেদন ঃ টানা বর্ষন চলছে উত্তরবঙ্গে। মঙ্গলবারও
দুপুর পর্যন্ত হয়েছে প্রায় ৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টি এবং মেঘলা আকাশের দরুন সূর্যের আলো কমে গিয়েছে। ফলে চা গাছের পাতা উৎপাদনের হার ব্যাপকভাবে কমে গিয়েছে।
এতে জলপাইগুড়ি ডেঙ্গুয়া ঝাড় চা বাগান ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের মাথায় হাত পড়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে কোটি কোটি টাকার লোকসানের মুখে পরতে চলেছে চা শিল্প ।এবিষয়ে চা উৎপাদক সংস্থা ডি বি আই টি এ এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন পান্ডে বলেন, বর্তমান পরিস্থিতি চা শিল্পের অনেক ক্ষতি করছে।