নিজস্ব প্রতিবেদন ঃ করোনায় যেসব পরিবারে মৃত্যু হয়েছে সেই সব পরিবারের অনেক সদস্যর অবস্থা খুব করুন।বহু পরিবারে শিশুরা তাদের বাবা কিংবা মা-কে করোনায় হারিয়েছে। পরিবার প্রধানের করোনাতে মৃত্যু হওয়াতে বহু পরিবার দিশেহারা। অনেকেরই আর্থিক পরিস্থিতি ভালো নয়।অথচ এইসব পরিবার আজও সরকারি উদাসীনতার শিকার। মানবিক দৃষ্টিকোন থেকে এসব পরিবারের কথা চিন্তা করা হচ্ছে না। আর এরমধ্যেই স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এইসব অসহায় পরিবারের জন্য উদ্যোগ গ্রহণ করলো।
করোনায় মৃত পরিবারকে স্বনির্ভরতার জন্য আর্থিক সহায়তা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিবিধানে কিছু কর্মসূচি গ্রহণ করেছে ওই সংস্থা। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার এনজেপি গেট বাজারের যুব ভারতী ক্লাবে এক অনুষ্ঠান হয়। সেখানে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত, পরিবেশ বিশেষজ্ঞ অনিমেষ বসু সহ অন্যরা উপস্থিত ছিলেন। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি বিশদে জানান তাদের ওই কর্মসূচি সম্পর্কে।