কাটা বাটখারা পুর্ননবীকরন শিবির

নিজস্ব প্রতিবেদন ঃকাটা বাটখারা পুর্ননবীকরন শিবির
বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে গত তিনদিন ধরে কাটা বাটখারা পুর্ননবীকরন শিবির অনুষ্ঠিত হলো। শুক্রবার ছিল এই শিবিরের শেষ দিন। শিবিরের হায়দরপাড়া এবং সংলগ্ন এলাকার বহু ব্যবসায়ী ভিড় করেন। রাজ্য সরকারের ওজন ও পরিমাপন দপ্তরের প্রয়াসে ওই শিবির চলে।হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, সাধারণ ক্রেতারা যাতে ওজনে ঠকে না যায় তারজন্য এই উদ্যোগ। বিগত বছর করোনার জন্য এই শিবির স্থগিত ছিল।