![IMG_20220617_100154](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220617_100154-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ সোসাল মিডিয়াকে অপব্যবহার নয়, সৎ ভাবে ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায়।এনিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় শিলিগুড়ি সূর্যসেন কলেজে।
ফেসবুক, ইউটিউব,ইন্সট্রাগ্রাম,টুইটার এর মত অ্যাপ এখন জনপ্রিয়। এইসব সোশ্যাল মিডিয়াতে অনেক ভাল দিক রয়েছে।আবার কিছু খারাপ দিকও রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ বা নেতিবাচক দিকে বেশি প্রভাবিত হচ্ছে।কিন্তু নেতিবাচককে বাদ দিয়ে এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে মানুষের উপকারে কাজে লাগানো যায় তা নিয়েই শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিট টু, ডি এন ও জলপাইগুড়ির ব্যবস্থাপনায়উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট-ওয়ান, আইন বিভাগ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় সোশ্যাল মিডিয়া সচেতনতা প্রশিক্ষণ ।
সূর্য সেন মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব দপ্তরের আধিকারিক অগ্নিমিল দাস, রাষ্ট্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, ভারত সরকার। এছাড়াও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিলিগুড়ি মহিলা কলেজ, কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, ধূপগুরি কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ সহ একাধিক কলেজের এনএসএস ভলেন্টিয়ার ।
প্রধান অতিথি অগ্নিমিল দাস জানান, সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার না করে ভালো কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সমাজের কোনও ভুল কাজ থাকলে সেটা শুধরে দেওয়া উচিত।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)