ওয়ার্ড কাউন্সিলরের মানবিক প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি হায়দরপাড়া শিবরাম পল্লী এলাকায় কুষ্ঠ আক্রান্ত এক যুবক কার্যত বিনা চিকিৎসায় ঘরে পড়েছিল। এলাকাটি ৩৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। তাই ওই ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহা এবং তার স্বামী বিবেকানন্দ সাহা বুধবার এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন।
এদিন বিবেকানন্দবাবুরা ওই যুবককে প্রথমে মাটিগাড়ার যীশু হাসপাতাল তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যান চিকিৎসার জন্য। ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা এবং তার স্বামী বিবেকানন্দ সাহার এই মানবিক ও সামাজিক কাজের তারিফ করেন এলাকার অনেকেই