![IMG_20220614_103706](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220614_103706-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার শিবমন্দির নরসিংহ বিদ্যাপীঠ থেকে প্রদীপ্ত কুমার সাহা এবং আঠারখাই বালিকা বিদ্যালয় থেকে কৃষ্ণা বর্মন এবছর পরীক্ষায় খুব সুন্দর ফল করেছে।তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাই রবিবার ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।সেখানে উপস্থিত ছিলেন অসীম পন্ডিত, পিন্টু ভৌমিক, সুখময় নন্দী, সঞ্জয় চন্দ্র বর্মন,স্বপন নাথ প্রমুখ।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)