অভাবী মেয়েদের স্বনির্ভর করে তোলার ব্যতিক্রমী সৌন্দর্যে শুক্লা

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের চা বাগানে যেসব মেয়ে পাতা তোলার কাজ করে তাদের অনেকেই বিউটিপার্লারের কাজ শিখে জীবনের সৌন্দর্যকে অন্যমাত্রায় পৌঁছে দিচ্ছে। এরকমই এক মেয়ে রিঙ্কি লোহার। চা পাতা তোলার কাজ বন্ধ রেখে রিঙ্কি এখন বিউটিপার্লারের কাজ করতে বেঙ্গালুরুতে পাড়ি দিলো। আর রিঙ্কিকে এই সৌন্দর্যে পৌঁছে দেওয়ার নেপথ্যে কাজ করছেন হাসিমারার শুক্লা দেবনাথ। বহু মেয়েকে বিনা পয়সায় বিউটিপার্লারের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলার মাধ্যমে ব্যতিক্রমী নজির সৃষ্টি করছেন শুক্লা। একে বলে সৌন্দর্য।
শুধু দেখতে ভালো হলেই হবে না, মনের সৌন্দর্যও চাই,অন্যের জন্য সেবার ব্রত চাই তবেই সেটা হবে সৌন্দর্য। এমনই বিশ্বাস করেন শুক্লা। পদ্মশ্রী করিমূল হকও শুক্লা দেবনাথের এই ব্যতিক্রমী কাজের তারিফ করেন। পদ্মশ্রী করিমূল হক বলেন,অভাবী মেয়েদের বিনা পারিশ্রমিকে বিউটিপার্লারের কাজ শিখিয়ে যেভাবে স্বনির্ভর করে দিচ্ছেন শুক্লা তা সত্যিই দিদি নম্বর ওয়ানের কাজ।