চা শ্রমিকদের বেতন বৃদ্ধি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ চা শ্রমিকদের বেতন বৃদ্ধি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে বলে কালচিনি সুভাষিনি চা বাগান ময়দানে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব‍ন্দ্যোপাধ্যায়।বুধবার আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সুভাষিনি চা বাগানে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে আসেন মুখ্যমন্ত্রী। গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে মূখ্যমন্ত্রী আদিবাসী নৃত‍্যশিল্পীদের সাথে আদিবাসী নৃত্য করেন । তারপর আদিবাসী নবদম্পতিদের সাথে দেখা করেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার রেশনে গম দেওয়া বন্ধ করে দিয়েছে, গ‍্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, একশ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। চা শ্রমিকদের মজুরি আরো বৃদ্ধি করা হবে বলে সেই অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী