নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃসমাজের অবহেলিত বা অনেকেই যাদের অচ্ছ্যুৎ বলে মনে করেন সেই এইচআইভি পজিটিভ এবং অস্থায়ী যৌনকর্মীদের নিয়ে এক অন্যরকম পিকনিক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুর সেবায়ন কেন্দ্রে। শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন ভিন্নধর্মী এই পিকনিকের আয়োজন করে। আর সেই পিকনিককে উৎসাহ দিতে হাজির হন অনেকেই। এর মধ্যে সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় যেমন আছেন তেমনই বাগডোগরার গ্রাম পঞ্চায়েত প্রধান কাঞ্চন খুশওয়া,সমাজসেবী পীযূষ কান্তি রায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শনিবার সকাল থেকে সেখানে পিকনিকের আয়োজন এর পাশাপাশি অস্থায়ী যৌনকর্মী, এইচআইভি পজিটিভ আক্রান্তদের ছেলেমেয়ে এবং অন্য পিছিয়ে পড়াদের নিয়ে খেলাধুলারও আসর বসে। এরা যাতে সমাজের মূলস্রোতে থেকে বিচ্ছিন্ন না হতে পারে সেজন্য এদেরকে এদিন তারা খেলাধূলার পর পুরস্কৃত করেন বলে ওই সংস্থার প্রধান কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী তরুন মাইতি জানিয়েছেন। তরুণবাবুর স্ত্রী সুচন্দ্রা মাইতিও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পিকনিকে মেনু হিসাবে ছিল ভাত,ডাল,ভাজা,মাংস,সব্জি,চাটনি,মিস্টি। বিভিন্ন খেলা পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী সোমনাথবাবু। সোমনাথবাবু এবং তার স্ত্রী ব্রততী চট্টোপাধ্যায়কে সেখানে সম্বর্ধনা জানানো হয়। এক ভিন্নধর্মী সামাজিক ও মহতী অনুষ্ঠানে অনেকেই আলোচনা করেন তরুণবাবুর বিশেষ প্রয়াস নিয়ে। অনুষ্ঠানে খবরের ঘন্টার উদ্যোগে সম্পাদকের লেখা প্রজাতন্ত্র দিবসের উপর সংগীতের সুর দেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। আসুন নিচের ইউটিউবে ক্লিক করে ভিডিওটি দেখে নিই।