কল্পনাকে উৎসাহ ইউনিক ফাউন্ডেশন টিমের

নিজস্ব প্রতিবেদন ঃ বাবা আইসক্রিম বিক্রেতা, আর্থিক অনটনের কারণে ভালোমতো টিউশন পড়া হয়নি মাধ্যমিকে ৫৯৯ নম্বর পাওয়া কল্পনার।
বাঁশের বেড়ার বাড়ি , টিনের ছাউনি। আর্থিক অবস্থা ভালো নয়। আর বাড়ির প্রধান আইসক্রিম বিক্রেতা। এই বাড়ি থেকেই কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলো কল্পনা রায়। মাধ্যমিকে ৫৯৯ নম্বর পায় কল্পনা ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে। ইউনিক ফাউন্ডেশন টিমের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নগুড়ি অঞ্চলের ভুটকি সেল্টারে বাড়িতে কল্পনাকে আরও উৎসাহিত করা হলো। তাকে ও তাঁর বাবাকে সম্মানিত করা হলো।
শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সমাজসেবী শক্তি পাল জানিয়েছেন, কল্পনাকে বই খাতা কলম স্কুল ব্যাগ ছাড়াও নগদ ১৫০০ টাকা তাঁরা সহযোগিতা করেছেন পড়াশোনার জন্য।