শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সার আক্রান্তদের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে কেমোথেরাপি শুরু করার প্রয়াস নেওয়া হচ্ছে। ক্যান্সার আক্রান্ত পুরুষ ও মহিলাদের জন্য বেডও যাতে শুরু করা যায় তার প্রয়াস নেওয়া হচ্ছে। শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকের পর সুপার সুদীপ্ত ভট্টাচার্য ওই খবর জানান।
ক্যান্সারের চিকিৎসার জন্য বহু মানুষকে প্রতিদিন কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাই ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপির উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই রোগে আক্রান্ত পুরুষ-মহিলাদের জন্য বেডেরও চিন্তা ভাবন চলছে। শনিবার রোগী কলাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা হাসপাতালের সুপার, সিএমওএইচ তুলসী প্রামাণিকের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠক শেষে সুপার সুদীপ্ত ভট্টাচার্য ক্যান্সারথেরাপির
ওই চিকিৎসার কথা জানান। এই চিকিৎসা শুরু হলে বহু মানুষ উপকৃত হবেন।