![IMG_20220525_002450](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220525_002450-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ গত ২৩শে মে কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরে রাজমাতার ১০৪তম জন্ম জয়ন্তী পালন করা হলো কোচবিহার রাজবাড়ী সিংহদুয়ারের সামনে। প্রতি বছর সিংহদুয়ার এর সামনে জন্মদিন পালন করা হয়। এবারেও
আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে
প্রথমে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার সঙ্গে মোমবাতি জ্বালিয়েও শ্রদ্ধা নিবেদন করা হয়।
কোচবিহার একটি হেরিটেজ শহর তাই সবুজ বাতাবরণের জন্য জন্মদিন উপলক্ষে পথচলতি মানুষদের হাতে একটি করে গাছের চারাগাছ তুলে দেওয়া হয়। গাড়ি চালক শঙ্কর রায় এরজন্য বিশেষ উদ্যোগ নেন।
জন্মদিন উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করার ব্যবস্থাও হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপ্লব দাস, সমীর রাউত, জিৎ সরকার শংকর রায়
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)