মরনোত্তর দেহদানের অঙ্গীকারে দম্পতি

নিজস্ব প্রতিবেদন ঃ মৃত্যুর পরে তাদের অঙ্গ প্রতঙ্গ যদি কারো কাজে লাগে সেই অঙ্গীকারে বদ্ধ হল শিলিগুড়ির দম্পতি সীমা রায় এবং অমিত রায়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় সোনাপুর ওয়েলফেয়ারের সভাপতি সুব্রত সিনহার সঙ্গে, যোগাযোগ করা হয় বিধাননগর ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা বাপন দাসের সঙ্গে ।
বৃহস্পতিবার বাপনবাবু শিলিগুড়ি বিজ্ঞান মঞ্চে এসে সীমা রায় এবং অমিত রায়কে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করালেন।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি স্টুডেন্ট’স সোসাইটির প্রতিষ্ঠাতা সৌম্যদ্বীপ রায়, সোনাপুর ওয়েলফেয়ারের সভাপতি সুব্রত সিনহা, শিলিগুড়ি বিজ্ঞান মঞ্চের সম্পাদক দেবশ্রী ভট্টাচার্য, গোপাল দে এবং স্বপনেন্দু নন্দী।
সীমা রায় জানান, “খুব ভালো লাগছে, আমার মৃত্যুর পরে আমার অঙ্গটি কারো কাজে লাগবে”।