![IMG_20220512_234355](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220512_234355-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৪ ও ১৫ মে রিজিওনাল অপটোমেট্রিস্ট এন্ড অপথ্যালমিক সোসাইটির এক আলোচনা সভা এবং সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনফারেন্স হলে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে চক্ষু বিভাগের বিশেষজ্ঞ কর্মীরা সেই সম্মেলনে উপস্থিত হবেন।সেখানে চক্ষু চিকিৎসার নতুন বিভিন্ন দিক এবং নতুন কি কি যন্ত্র এলো তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এ বিষয়ে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সাংবাদিক বৈঠকে ওই সম্মেলন এবং আলোচনা অনুষ্ঠান নিয়ে তথ্য জানানো হয়।বিগত দুবছর ওই সংগঠনের এরকম আলোচনা এবং সন্মেলন বন্ধ ছিলো করোনার জন্য।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)