![IMG_20220511_001053](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220511_001053-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বার্ধক্য সবার জীবনে এক সত্য ঘটনা। কিন্তু আজকাল বহু ছেলেমেয়ে বুঝতে চায় না যে একদিন তাদের জীবনেও বার্ধক্য আসবে। তাদের জীবনেও আসবে বার্ধক্যজনিত কষ্ট। অবুঝ ছেলেমেয়েরা আজকাল অনেকেই তাদের বৃদ্ধ বাবামাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করে। কিন্তু সেই সব ছেলেমেয়েকেও একদিন বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে না, তা কে বলতে পারে। আসলে আমাদের মধ্যে চাই সচেতনতা, মানবিকতা।আর সেই ভাবনা থেকেই এক অসামান্য কাজ করলেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। দুদিন আগেই মাতৃ দিবস পার হয়েছে। মাতৃ দিবসে আমরা বিভিন্ন জন বিভিন্ন অনুষ্ঠান করেছি।কিন্তু শিলিগুড়ি শক্তিগড়ের সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার তথা ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার ব্যতিক্রমী কাজ করলেন। মঙ্গলবার তিনি তাদের সংগঠনের মাধ্যমে কাওয়াখালি বৃদ্ধাশ্রমে দুপুরের খাবারের আয়োজন করেন। এই আয়োজনের অর্থ সংগ্রহ করতে মুনমুনদেবী বিগত কিছু দিন ধরে তার টোটোকে আগে সাজিয়ে তোলেন তারপর অতিরিক্ত পরিশ্রম করে টোটো থেকে অতিরিক্ত আয় করেন। সেই অতিরিক্ত আয়ের টাকাতেই তিনি এদিন বৃদ্ধাশ্রমে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন। যদিও তাঁর সংগঠনের সদস্যরা এবং অন্য অনেকে আরও কিছু সহায়তা করেন।সবমিলিয়ে বৃদ্ধাশ্রমের বয়স্কদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ। বিকেলে সেখানে কেকও কাটা হয়। তার সঙ্গে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। মুনমুন সরকারের এই মহতি প্রয়াসের প্রশংসা করেন আপনাঘর বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষও।অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও মুনমুনদেবীর এই ব্যতিক্রমী মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। বিগত করোনা দুর্যোগের সময়ও মুনমুন সরকার তাঁর অসাধারণ কাজের জন্য অনন্য নজির তৈরি করেন।দেশের উপরাষ্ট্রপতিও তাঁর কাজের তারিফ করেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)