![IMG_20220511_001158](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220511_001158-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বিগত কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে হাসফাস করছেন শহর শিলিগুড়িবাসী। তাপদাহের হাত থেকে রক্ষা পেতে যেখানে সাধারণ মানুষ খুঁজছেন ছাউনী, ফ্যান ও এসির হাওয়া সেখানেই নিজের শরীরের কথা চিন্তা না করে দিনরাত এই প্রচন্ড গরমে কড়া রোদের মাঝে দাড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। তাদের কথা চিন্তা করেই মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত যে সমস্ত ট্রাফিক পয়েন্টে কর্মরত পুলিশেরা রয়েছেন তাদের সকলের হাতে জলের বোতল, গ্লুকোজ, ওআরএস ও সূর্যের তাপদাহ থেকে বাঁচতে সানস ক্রিম তুলে দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)