![InShot_20220504_004650646](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/InShot_20220504_004650646-463x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতে ইসলাম ধর্মের অনুগামীরা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একত্রিত হয়ে এক সঙ্গে ঈদের নামাজ আদা করলেন। প্রত্যেক বছর স্টেডিয়াম ময়দানে ছোটো বড়ো সকলে মিলে নামাজ আদা করে থাকেন। তবে বিগত দু বছর সমস্ত উৎসবের মতোই ভাটা পড়েছিল ঈদের আনন্দেও। ফলে দু বছর পর আবারও একসঙ্গে হয়ে অত্যন্ত খুশি নামাজ পড়তে আসা সকল মানুষ।
🔴কোচবিহার জেলায় ঈদের অনুষ্ঠান
মঙ্গলবার সর্বত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা।সারা বিশ্বের সঙ্গে কোচবিহার জেলাতেও ঈদুল ফিতরের নামাজ উদযাপন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোচবিহার জেলা আঞ্জুমান
ইসলামীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। সেই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় এবং করোনাসহ সমস্ত বিপদ দূর করতে আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত করেন তারা। টানা এক মাস রোজা রাখার পরে এদিন খুশির ঈদ উদযাপিত হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)