![InShot_20220501_000721660](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/04/InShot_20220501_000721660-450x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল মালদার বেশকিছু গ্রামীণ এলাকার কাঁচা ঘর। উড়লো টিনের চালা। গাছ থেকে পড়লো অনেক আম। ক্ষতি হয়েছে অনেক আম বাগানের। এমনকি পুরসভার এলাকাতেও ভেঙে পড়ল বটগাছ। বিচ্ছিন্ন হলো বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা। শুক্রবার রাতে আধঘণ্টার কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টিতে গরম থেকে স্বস্তি পেলেও, মালদার অধিকাংশ এলাকায় লোডশেডিংয়ে ডুবে থাকে । আর শনিবার সকাল থেকেই ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভা সহ জেলার বিভিন্ন এলাকায় পানীয় জলের হাহাকার পড়ে যায়। হবিবপুর , বামনগোলা, গাজোল, পুরাতন মালদা সহ একাধিক ব্লকে প্রায় ১০০’র বেশি কাঁচা ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ঝড়ের দাপটে নষ্ট হয়েছে জমির ধান এবং আম। যা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা । শনিবার বেলা গড়িয়ে গেলেও বিভিন্ন গ্রামীণ এলাকায় ঝড় বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ঠিক হয় নি। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, শুক্রবার রাতের ঝড় বৃষ্টির পর ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখার জন্য বিভিন্ন ব্লকের বিডিও দের নির্দেশ দেওয়া হয়েছে ।অন্যদিকে এই ঝড়ে প্রচুর আম বাগানে ঝরে পড়েছে । শনিবার সকাল থেকেই আম কুড়ানোর জন্য বিভিন্ন এলাকার গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)