নিজস্ব প্রতিবেদন ঃ মিস্টার ইউনিভার্স বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান দখল করেছেন উত্তরবঙ্গের রাজ বাড়ই। ডুয়ার্সের মালবাজারে বেশ খুশির আবহাওয়া রাজকে নিয়ে। লায়ন্স ক্লাব অফ মাল টাউন, পোদ্দার এন্টারপ্রাইজ এবং গুরুকুল হিন্দি বিদ্যালয় এজন্য রাজকে সংবর্ধনা জানিয়েছে৷ গত ১৭ এপ্রিল মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার ইউনিভার্স বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে মাল শহরের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ বাড়ই চতুর্থ স্থান অর্জন করেছেন। এদিন মাল শহরে ফেরার পর তাকে স্বাগত জানাতে শোভাযাত্রা বের করা হয়। লায়ন্স ক্লাব অব মাল টাউনের পক্ষ থেকে তাকে মানপত্র, উপহার ও মালা এবং খাদা ও মিষ্টি দিয়ে বরণ করা হয়।