নববর্ষকে স্বাগত জানিয়ে বিশ্ব কবির ওপর অন্যরকম অঙ্কন

নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জীবনীর ওপর ১৬০ ফুট দৈর্ঘ্যের অন্যরকম এক অঙ্কন হল জলপাইগুড়িতে। শুক্রবার শিরিষতলার আর্ট গ্যালারি ক্যাম্পাসে এই পেইন্টিং এর প্রস্তুতি নেওয়া হয় “ইন আর্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে। সংস্থার নর্থ বেঙ্গলের কো-অর্ডিনেটর কৌশিক ঘোষ বলেন, বাংলার শুভ নববর্ষে কবিগুরুর আসন্ন জন্মজয়ন্তীকে সামনে রেখে সকল সদস্যরা মিলে ১৬০ ফুট দৈর্ঘ্যের কবিগুরুর জীবনীর ওপর অন্যরকম এক অঙ্কন করেছেন। সকল সদস্য ও দর্শকরাও সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। আগামীতে সারা পৃথিবী জুড়েই তাদের এ ধরনের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৌশিকবাবু।