এই ছেলেমেয়েরা চা শ্রমিক এবং কৃষকের সন্তান কিন্তু খেলাধূলায় বেশ এগিয়ে, চাই পুষ্টিকর খাদ্য

নিজস্ব প্রতিবেদন ঃ একেই বলে অদম্য ইচ্ছাশক্তি।মনে অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে বহু দূর এগিয়ে যাওয়া যায় তা বহু ভাবে প্রমানিত। শিলিগুড়ি মহকুমার নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ি থানার বুড়াগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকার একদল ছেলেমেয়ে তা প্রমান করছে।ওদের কারও বাবা মা চা শ্রমিক, কারও বাবা মা কৃষি জমিতে লাঙল দিয়ে চাষবাস করেন।ফলে আর্থিক অনগ্রসরতাও ওদের তীব্র। পুষ্টিকর খাবার জোটে না বললেই চলে।এরমধ্যেই ওরা সম্প্রতি কর্নাটকের উডিপি জেলার অনন্ততীর্থ বিদ্যাপীঠে অনুষ্ঠিত থ্রো বল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।ইন্ডিয়া থ্রো বল এসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। শিলিগুড়ি তরাই স্পোর্টস একাডেমির পরিচালনায় থ্রো বল প্রতিযোগিতায় অংশ নেওয়া ওই ছেলেমেয়েরা হলো সীমা নায়েক, স্যুইটি সরকার, অঞ্জনা কুজুর,ধীরাজ সিংহ, প্রদীপ সিংহ, জ্যোতিষ সিংহ, ধ্রুবাঞ্জন সিংহ। এরা সকলেই খড়িবাড়ির বুড়াগঞ্জ ও পানিশালী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। একজনের বাড়ি ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকায়। কর্নাটকে অনুষ্ঠিত সেই থ্রো বল প্রতিযোগিতায় ছেলেরা স্থান পেয়েছে প্রি কোয়ার্টারে দ্বিতীয় এবং মেয়েরা তৃতীয়। অপরদিকে খড়িবাড়ির ওই গ্রামের মেয়েরাই তরাই স্পোর্টস একাডেমির পরিচালনায় সম্প্রতি বীরভূমের নলহাটিতে অনুষ্ঠিত রাজ্য কবাডি প্রতিযোগিতায় অংশ নিয়েছে।তারা সেখানে রানার্স আপ হয়েছে। প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস জানিয়েছেন, খড়িবাড়ির বুড়াগঞ্জস্থিত কালকূট সিং হাইস্কুলে তাদের নিয়মিত অনুশীলন চলে ছেলেমেয়েদের নিয়ে। স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত পন্ডিত, শিক্ষক পুস্পজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, বিষ্ণুমলি মল্লিক, রবিউল হক সহ অন্যরা সকলেই সহায়তা করে চলেছেন তাদের। এছাড়াও বুড়াগঞ্জের স্বপন সরকার, শিবজি মাহাতো, সন্তু ঘোষ,কার্তিক রায়,রুপন সিংহ প্রমুখ ওই ছেলেমেয়েদের পাশে থেকে উৎসাহ দিয়েছেন। তবে ছেলেমেয়েরা হতদরিদ্র পরিবার থেকে উঠে আসায় তারা নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে না। ওই এলাকায় বহু সম্ভাবনাময় ছেলেমেয়ে খেলার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে নিয়মিত। তাই তাদের পুষ্টিকর খাবারের জন্য নিয়মিত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়ে পড়েছে।