শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের বর্ষপূর্তি অনুষ্ঠান,দীনবন্ধু মঞ্চে সংবর্ধিত বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ এরপর তাঁর যে বই প্রকাশিত হবে তার রয়্যালিটি তিনি শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সামাজিক কাজে ব্যয় করবেন বলে জানালেন বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী। রবিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ইউনিক ফাউন্ডেশন টিমের বর্ষপূর্তিতে সংবর্ধনা দেওয়া হয় চিত্রদীপকে।কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ। জন্ম শিলিগুড়িতে হলেও বর্তমানে কর্মসূত্রে চিত্রদীপ কলকাতায় থাকেন। সম্প্রতি কলকাতা বইমেলায় তাঁর দুটি বই হ্যালো জামতাড়া এবং লালগড় বিভিন্ন মহলে সাড়া ফেলে। তাঁর লেখা একটি বই নিয়ে সিনেমাও করতে চলেছেন চলচ্চিত্র অভিনেতা দেব। এদিন ইউনিক ফাউন্ডেশন টিমের প্রতিষ্ঠাতা সমাজসেবী শক্তি পাল চিত্রদীপের হাতে স্মারক তুলে দেন।শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী, তারক সরকার, অভ্রবরন চট্টোপাধ্যায়, গিরীশ মজুমদার, ষষ্ঠী বিশ্বাস এবং খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়। এর বাইরে বিভিন্ন সমাজসেবী সংগঠনকে এদিন বর্ষপূর্তিতে সংবর্ধনা জানায় ইউনিক ফাউন্ডেশন টিম। বিশেষ চাহিদাসম্পন্নরা ছাড়াও অন্যান্যরা ইউনিকের সেই অনুষ্ঠানে নৃত্য সঙ্গীত পরিবেশন করে।প্রায় চার বছর ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে সামাজিক কাজের জন্য অনন্য নজির তৈরি করেছে ইউনিক ফাউন্ডেশন টিম। করোনা লকডাউন পর্বেও অসহায় গরিব মানুষের হাতে নিয়মিত বিভিন্ন সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছে শিলিগুড়ির এই সংস্থা। এদিন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গুণীজনেরা ইউনিক ফাউন্ডেশন টিমের ব্যতিক্রমী কাজের প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন সামাজিক কাজের বার্তা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়।