নিজস্ব প্রতিবেদন ঃ দীর্ঘ কয়েকমাস ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালের অলিন্দে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী ষাটোর্ধ কল্যাণ মৈত্র। দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকারের নজরে বিষয়টি এলে তিনি সোমবার সারাদিনের চেষ্টায় বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষের উপস্থিতিতে আলোচনায় বসেন।তিনি কথা বলেন অসুস্থ কল্যাণ মৈত্রের আত্মীয়দের সঙ্গে।কথা বলেন শিলিগুড়ির অদূরে যীশু আশ্রমের সঙ্গেও।শেষপর্যন্ত আত্মীয়দের আবেদনের ভিত্তিতে দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের কর্ণধারের অনুরোধে একটি বৃদ্ধাশ্রমে সমস্ত নিখরচায় কল্যাণ মৈত্রকে রেখে চিকিৎসা ও খাবারের সমস্ত ব্যবস্থা করা হয়। লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানিয়েছেন, কল্যাণ মৈত্রকে পরিবারের সমস্ত অধিকার পেতে সমস্ত আইনি সহায়তা দিয়ে আইনি ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে বাড়িতে ফেরার ব্যবস্থা করা হবে।