পাহাড়ে উপছে পড়েছে পর্যটকের সংখ্যা

নিজস্ব প্রতিবেদনঃদোলযাত্রার প্রাক মুহূর্ত থেকেই গরমের প্রকোপ বেড়েছে। আবার কমেছে করোনার সংক্রমনও।এই অবস্থায় উত্তর বঙ্গের পাহাড় এলাকায় পর্যটকের ঢল নেমেছে। দার্জিলিং থেকে সিকিম সর্বত্র এখন পর্যটকের ভিড়।হোটেল, ট্রেন সর্বত্র এখন ঠাঁই নেই অবস্থা। শহরের কোলাহল রোজকার যান যন্ত্রণা থেকে খানিকটা স্বস্তি পেতে অনেকেই পাহাড়ি কোনো নিরিবিলি গ্রামের হোম স্টেতে ডুব দিচ্ছেন। শিলিগুড়িতে ভ্রমণ সংস্থা জয়ন্তী ট্রাভলস এর কর্নধার বাপন মন্ডল এ বিষয়ে বলেন, এমনিতেই এখন মরশুম শুরু হয়েছে। এবার সেই মরশুমে তাদের কাছে প্রত্যাশার বাইরে পর্যটক এসেছেন।করোনা সংক্রমন এখন কম থাকলেও তাঁরা পর্যটকদের মাস্ক বিলি করে তা পড়ে থাকবার পরামর্শ দিচ্ছেন।