আন্তর্জাতিক ভাল্লুক দিবস পালন শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার আন্তর্জাতিক ভাল্লুক দিবস উপলক্ষে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের উদ্যোগে স্কুলের কচিকাচাদের ভাল্লুক সম্বন্ধে বোঝানোর জন্য এক প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে প্রায় শতাধিক কচিকাঁচা বেঙ্গল সাফারি পার্ক ঘুরে দেখে। পার্কের কক্ষে পার্ক সম্পর্কে বোঝানের জন্য তাদের সামনে এক চিত্র প্রদর্শনী করা হয়।সেই প্রদর্শনীতে বেঙ্গল সাফারি পার্ক ও ভাল্লুক নিয়ে সিনেমা দেখানো হয় ।