সর্বসম্মতিক্রমে নিযুক্ত হলেন শিলিগুড়ি পুরসভার ৫টি বরোর চেয়ারম্যান, সংবর্ধনা জ্ঞাপন মেয়রের

নিজস্ব প্রতিবেদন ঃ কাজের গতি বাড়াতে দক্ষ ও নতুন মুখেই ভরসা শিলিগুড়ি পুরসভার বর্তমান বোর্ডের মেয়র গৌতম দেবের।তাই তার পুর পরিবারে স্থান পেয়েছেন দক্ষ ও নবীন কাউন্সিলরেরা।মেয়রপারিষদে যেমন সাজানো হয়েছে নতুন -পুরোনো দক্ষ কাউন্সিলরদের নিয়ে তেমনই বরো কমিটিগুলির কাজের গতি বাড়াতে সেই একই কৌশল নিয়েছেন মেয়র গৌতম দেব।তাই ১ নম্বর বরোতে গার্গী চ্যাটার্জী ২ নম্বর বরোতে আলম খান, ৩ নম্বর বরোতে মিলি সিনহা, ৪ নম্বর বরো জয়ন্ত সাহা ও ৫ নম্বর বরোতে প্রীতিকণা বিশ্বাস।এদের দায়িত্ব দেওয়া হয়েছে বোরো কমিটিগুলি পরিচালনার ক্ষেত্রে।সোমবার পুরসভায় সকলের সর্বসম্মতিক্রমে তাদের হাতে দায়িত্ব তুলে দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তি, মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,সহ অন্যান্য মেয়র পারিষদ ছাড়াও তৃনমুল ও সিপিএম কাউন্সিলরেরা।
মুলত পুরসভার কাজের গতি বাড়াতে প্রয়োজন বরোগুলির শক্তি বাড়ানো,সেই দিক বিবেচনা করেই বরোগুলিকে শক্তিশালি করে তার উন্নয়ন ঘটানো তাদের লক্ষ্য বলে জানান মেয়র গৌতম দেব।।।