শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে শুরু সরস মেলা

নিজস্ব প্রতিবেদন ঃ বাংলার মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে শিলিগুড়িতে শুরু হল চতুর্থ দার্জিলিং সরস মেলা। বৃহষ্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রায় ১২দিন ব্যাপী সরস মেলা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির মহকুমা শাসক সহ সরকারি উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য অতিথিবৃন্দরা। রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সেরা সামগ্রী গুলোই ঠাই পায় এই মেলাতে, মেলার মধ্য দিয়ে মেদিনীপুর থেকে কালিম্পং বিভিন্ন জেলার মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী মেলার মধ্য দিয়েই বিক্রি হয়ে থাকে ক্রেতাদের কাছে। কালিম্পং এর মহিলাদের হাতে তৈরি নুডলস্, আচার থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের স্বনির্ভর মহিলাদের তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী থেকে মহিলাদের পোশাক, অলংকার, বাসের তৈরি ঘর সাজানোর উপকরণ মন জয় করবে মেলাতে আগত প্রত্যেকটি দর্শক ও ক্রেতাদের। কার্যত এই মেলার মধ্যদিয়ে ভালো বিক্রির আশা দেখছেন মেলায় আগত বিক্রেতারা। মেলায় মোট ১২৫টি স্টল রয়েছে যার মধ্যে ১০টি খাবার ও ১৫টি খোলা স্টলের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে পসরা বসেছে।