নিজস্ব প্রতিবেদন ঃ বসন্ত উৎসব” ও “যুদ্ধ নয় শান্তি চাই”কে কেন্দ্র করে একটি বর্ণময় অনুষ্ঠান বিশিষ্ট জনদের উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিবমন্দির স্থিত শিলিগুড়ি বি এড কলেজের সভাগৃহে।
প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ নিখিলেশ রায়, রায়গঞ্জের শুভাশিষ লাহিড়ী, সুব্রত রায় চৌধুরী, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ প্রমুখের হাত ধরে। অনুষ্ঠানে ঘোড় সাওয়ার সাহিত্য পত্রিকার বিশেষ বসন্ত সংখ্যা ” ফাগুনের গুলাল” (সম্পাদক নীহার রঞ্জন দাস) ও একমুঠো রোদ এর বিশেষ “সংখ্যা যুদ্ধ নয় শান্তি চাই”( সম্পাদক প্রসূণ সিকদার) উন্মোচিত হয় বিশিষ্ট জনদের হাত ধরে। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বি এড কলেজের অধ্যক্ষ ডঃ বিভুতি ভূষণ সারাঙী, ডঃ রতন ঘোষ ও আরো অনেকে। ডঃনিখিলেশ রায়কে ” ঘোড় সাওয়ার এর তরফে ‘ ‘ সৃজন’ সন্মাননা দেওয়া হয়।
এরপর এক এক করে বিভিন্ন সংস্থার তরফে বসন্তকে কেন্দ্র করে গান, নৃত্য পরিবেশিত হয় । প্রতিটি অনুষ্ঠান নিজ নিজ উপস্থাপনার গুণে প্রাণবন্ত হয়ে দর্শকদের মন জয় করে।
যেমনি ছিল বসন্তকে নিয়ে কবিতা তেমনি যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসে।
শিলিগুড়ি, শিবমন্দির, ইসলামপুর ও আরও অন্য জায়গার সংস্কৃতিমনা মানুষের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।