নিজস্ব প্রতিবেদন ঃ ব্রাজিলে অনুষ্ঠেয় শ্রবন প্রতিবন্ধীদের অলিম্পিকে টেবিল টেনিস খেলায় অংশ নিতে চলেছে শিলিগুড়ির সরন দাস এবং প্রিয়ম চক্রবর্তী। সরন দাসের বাড়ি শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনিতে। ওর আর্থিক অবস্থা তেমন ভালো নয়।ভাঙা ব্যাট নিয়ে টেবিল টেনিস অনুশীলন করেছে দিনের পর দিন। শিলিগুড়ির আইনজীবী অখিল বিশ্বাস তার জন্য ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন। আবার সমাজসেবী চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল ট্রেন ভাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সরনের সঙ্গে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার প্রিয়ম চক্রবর্তীও ওই অলিম্পিকে অংশ নিতে চলেছে। বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, প্রাক্তন অ্যাথলেটিক কোচ দেবকুমার দে এই সব বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।