নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরে দীর্ঘদিনের সমস্যা যানজটের সমস্যা। এবার সেই সমস্যা সমাধানের সময় এসেছে।পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিংয়ের জেলা শাসক,শিলিগুড়ির মহকুমা শাসককে নিয়ে পদে আসীন হয়েই মঙ্গলবার প্রথম বৈঠক সারেন মেয়র গৌতম দেব।বৈঠক শেষে এমনটাই জানালেন তিনি।যানজটে নাকাল শহর শিলিগুড়ি। যানবাহনের চাপে স্তব্ধ হয়ে পড়েছে শহর শিলিগুড়ি।প্রানবন্ত শহর আজ প্রানহীন।তাই শহরের ঐতিহ্য ফেরাতে পুরসভার ক্ষমতায় এসেই যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মেয়র গৌতম দেব।মেয়র জানান,বছর বা মাসে বিশ্বাসি নন তিনি,দিনে বিশ্বাসি।তাই এবার উন্নয়নমুলক কাজ হবে দিন গুনে।শিলিগুড়ি শহরকে মডেল শহরের যে স্বপ্ন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা দ্রুত বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা করা হবে।
মেয়র গৌতম দেবের প্রচেষ্টাকে বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান পুলিশ কমিশনার গৌরব শর্মা ।।।