শ্রীমায়ের আবির্ভাব দিবসকে সামনে রেখে অনুষ্ঠান শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ একুশে ফেব্রুয়ারী শ্রীমায়ের আবির্ভাব দিবস। শ্রীমায়ের পূর্ব নাম ছিল মীরা আলফাসা।তিনি পন্ডিচেরীতে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আবির্ভাব হয়েছিল ১৮৭৮ সালের একুশে ফেব্রুয়ারী।ফ্রান্সের প্যারিস তাঁর জন্মস্থান।শ্রী মা দ্য ডিভাইন মাদার নামেই পরিচিত। ফ্রান্স থেকে পন্ডিচেরীতে তিনি আসেন ১৯১৪ সালের ২৯ মার্চ তাঁর স্বামী পল রিসারকে সঙ্গে নিয়ে। এরপর শ্রী অরবিন্দের সংস্পর্শে এসে পুরোপুরি আধ্যাত্মিক সাধনায় নিজেকে উৎসর্গ করেন তিনি। শিলিগুড়ি মিলন পল্লীতে ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সদস্য-অনুরাগীরা শ্রী মা কএবং শ্রী অরবিন্দের দর্শন অনুসরণ করেন। একুশে ফেব্রুয়ারী শ্রীমায়ের আবির্ভাব দিবস অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও পালিত হলো । শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশনে প্রতি বুধবার এবং রবিবার রাত আটটা থেকে নটা পর্যন্ত আধ্যাত্মিক আলোচনা করা হয়। সেখানে রয়েছে গ্রন্থাগারও। সোমবার একুশে ফেব্রুয়ারি সকাল থেকে শিলিগুড়ি মিলনপল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনে নানা অনুষ্ঠান হয়। শ্রীমায়ের ভজন সঙ্গীতের সঙ্গে চলে ধ্যান বা মেডিটেশন। সন্ধ্যায় আধ্যাত্মিক আলোচনা করেন সঞ্জয় গোলেচা। সৎ সঙ্গ বা সৎ পরিবেশের গুরুত্ব সম্পর্কে তিনি এদিন সেখানে ব্যাখা করেন। বর্তমান করোনা পরিস্থিতির জেরে অনেকের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, অনেকে মানসিক অশান্তিতে রয়েছে এই অবস্থায় মেডিটেশন এবং শ্রী মায়ের দর্শন অনুসরণ শান্তির পথ দেখাতে পারে বলে জানান সঞ্জয়বাবু।