স্মার্ট হতে গিয়ে বাংলায় ব্যবহার হচ্ছে বহু ইংরেজি শব্দ, প্রশ্ন গৌরিশঙ্করের

নিজস্ব প্রতিবেদন ঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিবস পালনের জন্য এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই প্রস্তুতি শুরু হয়েছে। তবে ওপার বাংলা মানে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবস এক অন্যরকম উৎসবের মতো। বাংলাদেশে তা জাতীয় উৎসব। বাংলা ভাষা নিয়ে এই সময় দুই দেশেই নানা আলোচনা হয়। এরমধ্যেই শিলিগুড়িতে বিশিষ্ট লেখক গৌরিশঙ্কর ভট্টাচার্য জানালেন, বাংলাদেশে রাষ্ট্র ভাষা বাংলা হলেও ইদানীং অনেক স্থানে কথা বলার সময় স্মার্টনেসের জন্য ইংরেজি শব্দ ব্যবহার করা হচ্ছে। বিষয়টি দুঃখজনক এবং বাংলা ভাষার পক্ষে ক্ষতিকর বলেই মন্তব্য করেন গৌরিশঙ্করবাবু।