নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে ভোট প্রচারের প্রায় শেষ লগ্নে এসে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুর নির্বাচনের চারজন দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার শিলিগুড়িতে সভা করলেন ফিরহাদ হাকিম। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারতে গিয়ে তিনি বারংবার কলকাতা পুরসভার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর কথায়, শিলিগুড়ি পুর সভায় বিগত দিনে কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কলকাতায়। তাই শিলিগুড়িবাসীর কাছে পাঁচ বছরের সময় চাইলেন ফিরহাদ। তিনি জানান, বোর্ড গঠন হলে প্রতি ৬ মাসে কাজের হিসেব তুলে ধরা হবে জনসম্মুখে। শিলিগুড়ির মানুষ এবার তৃনমুলকে বেছে নিলো নিশ্চয়ই তার প্রতিদান পাবে শিলিগুড়ি। বিগত দশ বছর শিলিগুড়ির মানুষ পুরবোর্ড বাম ও কংগ্রেসকে তুলে দিয়েছে আর তার জেরে অনেক পিছিয়ে পড়েছে শিলিগুড়ি, শিলিগুড়ির মানুষ যাতে আর সেই ভুল না করেন সেজন্য বারবার এদিন স্মরন করিয়ে দেন তৃনমুল নেতারা।অপরদিকে এদিন
শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার সারেন মন্ত্রী অরুপ বিশ্বাস, বিধায়ক রাজ চক্রবর্তী। শিলিগুড়ির ভালোর জন্য এবার দিকে দিকে শিলিগুড়ির মানুষ কোনোদিকে কান না দিয়ে তৃনমুলকেই সর্বত্র বেছে নিক বলে এদিন ভোট প্রচারে আবেদন জানান তৃনমুলের শীর্ষ নেতারা।