নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ উত্তরবঙ্গের সাত জেলায় শান্তি প্রতিস্থাপনের শাখা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরার সেবায়ন কেন্দ্রে তিন দিন ব্যাপী শান্তি কর্মশালার শেষে এই সিদ্ধান্ত হয়েছে। এই কর্মশালায় যোগ দিতে কানাডা থেকে এসেছিলেন কানাডার সেন্ট্রাল মেনোনাইট কমিটির এগজিকিউটিভ ডিরেক্টর থমাস কোল্ডওয়েল। তার পাশাপাশি ছিলেন সেন্ট্রাল মেনোনাইট কমিটির ভারতীয় শাখার শান্তি বিভাগের কোঅর্ডিনেটর মঞ্জুলা পট্টনায়েক এবং সেন্ট্রাল মেনোনাইট কমিটির সদস্য প্রকাশ থানকাচেন।এই শান্তির কর্মশালায় উত্তরবঙ্গের সব জেলা থেকে প্রতিনিধিরা আসেন। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করেছিল। সংস্থার কর্মকর্তা তরুন মাইতি জানিয়েছেন, শান্তি প্রতিস্থাপনের জন্য যেসব সূত্রগুলো দেওয়া হয়েছে তার কয়েকটি হল ১) দুটো কান খোলা রাখতে হবে। সব শুনতে হবে মন দিয়ে, ২) প্রয়োজন অনুযায়ী কথা বলতে হবে।তৈরি করতে হবে সুসম্পর্ক। ৩)পরিবারগুলোর মধ্যে অভিভাবক থেকে শুরু করে সন্তানদের মুখ খোলাতে হবে।৪) ছোট ছোট ভালো কাজেও উৎসাহ দিতে হবে ৫) ছেলেমেয়েদের অকারনে লোভনীয় সামগ্রী দেওয়া থেকে বিরত থাকা জরু। যেমন মোবাইল। ৬)মানসিক অসুবিধা হলে কাউন্সেলরের সঙ্গে যোগাযোগ করতে হবে।
শান্তি প্রতিস্থাপনের এই কর্মশালায় স্বামী স্ত্রীও যোগ দেন। চারদিকে নানান অশান্তি বাড়তে থাকায় এই কর্মশালার গুরুত্ব আরও বেড়ে যায়। দেশ ও সমাজ সেই সঙ্গে পরিবারগুলোর উন্নতি করতে হলে ইতিবাচক ভাবনার ওপর অনেকেই গুরুত্ব দেন। সুস্থ সংস্কৃতি বিকাশের কথাও বলেন অনেকে।