নিজস্ব প্রতিবেদন ঃ সমাজের বিভিন্ন কাজে মহিলারা এগিয়ে গেলে তবে পুজোর কাজে কেন তাঁরা পিছিয়ে থাকবেন? এই ভাবনা থেকে শিলিগুড়ি শক্তিগড়ের গৃহবধূ সঙ্গীতা ভট্টাচার্য শুরু করেছেন পুজো।শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার তাঁকে ওই পুজোর কাজে প্রথম সহযোগিতা করেন। আর সেই উৎসাহ বা সহযোগিতা পেয়ে শনিবার সকাল থেকে দশটি সরস্বতী পুজো সেরে নেন সঙ্গীতাদেবী। শক্তিগড়ের কয়েকটি পুজোর পর তিনি শিলিগুড়ি অরবিন্দ পল্লির ইন্টার ইউনিয়ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা মৃন্ময়ীতে গিয়েও পুজো করেন।এক শিশুর হাতেখড়িও এদিন হয় তাঁর মাধ্যমে। বিভিন্ন পুজোর উদ্যোক্তা সঙ্গীতাদেবীর পুজো করার পদ্ধতি এবং নিষ্ঠা দেখে বেশ খুশি। পুজোর সঙ্গে দেবীর কাছে মহিলা পুরোহিতের মাধ্যমে অঞ্জলি দিতে পেরে বেশ খুশি অনেক পুজো কমিটির সদস্য সদস্যারা।