ভোট প্রচারে গৌতম দেব, সুন্দর শিলিগুড়ি গড়তে সর্বত্র চাই তৃনমূলের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদন ঃ তিনি নিজে ভোটে প্রার্থী হয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডে।কিন্তু দলের শীর্ষ নেতা হিসাবে তাঁর নজর রয়েছে অন্যান্য সব ওয়ার্ডই। শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী ও শীর্ষ নেতা গৌতম দেব চাইছেন ১২ ফেব্রুয়ারীর ভোটে সর্বত্র তৃনমুল প্রার্থীদের জয়জয়কার হোক।গৌতমবাবু বলছেন, আগামীদিনে বহু উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হবে শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শিলিগুড়ির মানুষ ভালো থাকুন। আর সেই জন্যই এবার শিলিগুড়ি পুরসভায় শক্তিশালী তৃনমুল বোর্ড দরকার। শুক্রবার গৌতমবাবু পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী অমর আনন্দ দাসের হয়ে জংশন লাগোয়া পাতিকলোনি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন। শিলিগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী বাসুদেব ঘোষের হয়েও এদিন প্রচার করেন গৌতমবাবু। শিলিগুড়িকে এক সুন্দর শহর হিসাবে ঢেলে সাজানোর জন্য প্রতি ওয়ার্ডে তৃনমূল প্রার্থীদের সমর্থন করার আবেদন জানান গৌতমবাবু।শিলিগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এবারও তৃনমুল প্রার্থী শ্রাবনী দত্ত। আবারও জয়ী হওয়ার জন্য মানুষের বাড়ি ভোট প্রচারে জোর দিচ্ছেন শ্রাবনীদেবী। পুরোদমে চলছে তাঁর ভোট প্রচার।