নিজস্ব প্রতিবেদন ঃ গত পুর নির্বাচনে তিনি মাত্র ২৬ ভোটে পরাজিত হয়েছিলেন। ফলে ভিতরে একটি অস্বস্তি রয়েছে। মানুষের জন্য কিছু কাজ বাকি রয়েছে। আর তেমন ভাবনা থেকেই এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া। ভবিষ্যতে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার ইচ্ছে তাঁর আর নেই। খবরের ঘন্টাকে বৃহস্পতিবার এমন সব কথাই জানিয়েছেন শিলিগুড়ির বর্ষীয়ান তৃনমুল নেতা প্রতুল চক্রবর্তী। আদর্শ এবং সততা বজায় রেখে তিনি রাজনীতি করেন বলে বিভিন্ন মহলে তাঁর সম্পর্কে সুনাম রয়েছে। সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রার জন্যও তিনি বিভিন্ন মহলে জনপ্রিয়। সেই প্রতুল চক্রবর্তী এবার শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড থেকে ভোট যুদ্ধে নেমেছেন। তবে আগামীতে আর ভোটে প্রার্থী না হয় নতুনদের জন্য তিনি জায়গা ছেড়ে দিতে চান।তিনি বলেন, ১৯৫৭—১৯৬২ বা ১৯৬৪ সালে শিলিগুড়ির ভোট রাজনীতি দেখেছেন, আজকের ভোট রাজনীতিও দেখছেন।আজকের রাজনীতিতে যে ধরনের ভাষা নজরে আসে অতীতে তা কখনোই দেখেননি।
এবার শিলিগুড়ির সামগ্রিক উন্নয়নের স্বার্থে পুরসভায় তৃনমূলের বোর্ড গঠন করা প্রয়োজন বলে তাঁর অভিমত।শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা দূর করা, যানজট সমস্যার সমাধান,রাস্তা ঘাট, নিকাশী ব্যবস্থা চাঙা করা, শহরের সৌন্দর্যয়ান, সাংস্কৃতিক উন্নয়ন, কর্মসংস্থান প্রভৃতি সামগ্রিক উন্নয়নের জন্য তৃনমূলের বোর্ড গঠন করা বেশ জরুরি বলেও অভিমত দেন প্রতুলবাবু। তাঁর আরও বক্তব্য, যারাই শিলিগুড়ির ভালো চান তারা অন্তত এবার সবাই মিলে সর্বত্র বেশি বেশি করে তৃনমুলকে এগিয়ে দেবেন।