নিজস্ব প্রতিবেদন ঃ অসহায় চা শ্রমিকদের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অফ করলা ভ্যালি জলপাইগুড়ি। শনিবার দুপুরে ক্লাবের সদস্যরা পৌছে যান জলপাইগুড়ি সদর ব্লকের রায়পুর চা বাগানে। সেখানে তারা শতাধিক পরিবারের হাতে ব্যাগ বোঝাই চাল, ডাল,নুন, তেল সহ খাদ্য সামগ্রী তুলে দেন।প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ওই চা বাগান। ফলে অর্থনৈতিকভাবে অনেক পরিবারই পিছিয়ে পড়েছে। এরই মধ্যে বিনামূল্যে রেশন পাচ্ছেননা বেশ কিছু পরিবার। তাই রায়পুর এলাকার কিছু দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি সদস্যরা। আর তা পেয়ে খুবই খুশি চা শ্রমিকেরা।