![InShot_20220128_202606211](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/01/InShot_20220128_202606211-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ভৌগোলিক অবস্থানের কারণে গোটা দেশে শিলিগুড়ির গুরুত্ব অন্যরকম। অনেকেই এখন শিলিগুড়িকে জাতীয় শহর হিসাবে ঘোষণার দাবি করছেন। এরমধ্যেই বিশিষ্ট শিক্ষক এবং তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুস্পজিৎ সরকার জানালেন, শিলিগুড়ি শহরে এখন চাই আরও উন্নত মেধা। তথ্য প্রযুক্তি, ইঞ্জিনীয়ারিং প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উচ্চ মেধা সম্পন্নরা যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়িতে এসে বসবাস শুরু করতে পারেন তার উদ্যোগ নিতে হবে। আর এটা সম্ভব হলেই জাতীয় ক্ষেত্রে শিলিগুড়ির গুরুত্ব বৃদ্ধি পাবে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)