নিজস্ব প্রতিবেদন ঃ ওরা মহিলা। কিন্তু কোথাও কোনও মৃতদেহ সৎকার এর স্বেচ্ছাসেবক না থাকলে ওরা দৌড়ে যান।মৃতদেহ সৎকার করেন।করোনা আক্রান্ত হয়ে মৃত বহু মানুষের দেহ যখন কিছু দিন আগে কেও স্পর্শ করছিল না তখন ওরা সেই সব মৃতদেহ সৎকার করে বিরাট সমাজসেবার ভূমিকা পালন করেন।মুক্ত ধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরি চন্দের নেতৃত্বে শিলিগুড়িতে মৃতদেহ সৎকার এর অন্যরকম সামাজিক ভূমিকা পালন করছেন তাঁরা। আবার মেয়েদের আত্মরক্ষার জন্য তাঁরা গামছা প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছেন। বুধবার শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের মাঠে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুক্ত ধারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা তাদের কাজকর্ম মেলে ধরেন প্রশাসনিক আধিকারিকদের সামনে। সঙ্গে তাঁরা নৃত্যও পরিবেশন করেন