করোনার ছোঁবলে দিশেহারা পরিবারকে মানবিক সাহায্য আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিবেদন ঃ কিছু দিন আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আলিপুরদুয়ারে মারা যায় রাকেশ দে নামে ৩২ বছরের এক যুবক।তার আগে রাকেশের বাবা মারা যায় রিদ রোগে।ফলে সেই পরিবার এখন শোকে মুহ্যমান।মৃত রাকেশের দুই শিশু সন্তান নিয়ে তাঁর স্ত্রী ও মা চরম সমস্যায়। এই অবস্থায় শিলিগুড়িতে ভারত সেবাশ্রম সংঘ এই পরিবারের হাতে নগদ কিছু টাকা অর্থ সাহায্য তুলে দিয়েছে। খবর পেয়ে আলিপুরদুয়ারের আশ্বাস সংস্থার তরফে সমাজসেবী শুভ্রা ভৌমিক, পারুল রায় শুক্রবার ওই হতভাগ্য পরিবারের হাতে চাল, ডাল,সরষে তেল, চিনি, গুড়, চিড়া, মুড়ি, ডিম, লবন, সয়াবিন, হলুদ, রসুন, নারকেল তেল, আলু,লঙ্কা, পেঁয়াজ, আদা,চিপস,চকোলেট, কেক প্রভৃতি তুলে দিয়েছেন। ভবিষ্যতে ওই পরিবারকে আরও সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভ্রাদেবী।