নিজস্ব প্রতিবেদন ঃ ওয়ার্ডকে নেশা মুক্ত করার জন্য ওয়ার্ডে নেশাগ্রস্তদের জন্য চিকিৎসা কেন্দ্র খুলতে চান বিজেপি প্রার্থী পার্থ বৈদ্য। এই পুরভোটে শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছেন পার্থ বৈদ্য। ওয়ার্ডের ছেলেমেয়েদের কথা চিন্তা করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিনাপয়সায় কোচিং সেন্টারও খুলতে চান তিনি। তার সঙ্গে চালু করতে চান কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র। বৃহস্পতিবার পার্থ বৈদ্য আরও জানিয়েছেন, ওয়ার্ডে বহু ছেলেমেয়ে বি এ পাশ করে টোটো চালাচ্ছে। কোনও কর্মসংস্থান নেই। অনেকেই ঘরে বেকার হয়ে বসে রয়েছে। তাদের জন্য কর্মসংস্থানের কিছু উদ্যোগ গ্রহণ করবেন তিনি।শিলিগুড়ি পুরসভার শান্তিনগর, পাইপ লাইনের আশপাশ দিয়ে এরকম নানান প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। তিনি জানাচ্ছেন, এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান ছাড়াও নিকাশী ব্যবস্থা, জঞ্জাল অপসারন সহ বিভিন্ন বিষয়ে নজর দেবেন তিনি। ওয়ার্ডের মানুষ সবসময় তাঁকে কাছে পাবেন। তিনি ওয়ার্ডেরই বাসিন্দা।