নিজস্ব প্রতিবেদন ঃ – তাঁর বয়স কম,মাত্র ৩৫। ফলে ওয়ার্ডের রাস্তাঘাট মেরামত থেকে পানীয় জলের সমস্যা সমাধান কিংবা জোড়াপানি নদী বাঁচানোর চেষ্টা সবেতেই তিনি দৌড়ঝাঁপ করে কাজ করতে পারবেন। ঘোঘোমালি এলাকার ওই ওয়ার্ডের মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকতে পারবেন।ভোট প্রচারে বেরিয়ে এমন সব কথাই বলছেন শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমৃত পোদ্দার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই চলছে তাঁর ভোট প্রচার। তিনি বলছেন, আমরা বেশি সংখ্যক মানুষ নিয়ে জমায়েত করছি না। অল্প কয়েকজন লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছি।ভোটে জয়ী হলে ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল, নিকাশী, জঞ্জাল অপসারন প্রভৃতি সমস্যা সমাধানের দিকে নজর দেওয়ার পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রভৃতি যাতে মানুষ ঠিকঠাকভাবে পায় সেদিকে তিনি নজর দেবেন বলে জানিয়েছেন।