নিজস্ব প্রতিবেদন ঃ মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে আমরা সবাই করোনা ছাড়াও ডেঙ্গুর মতো রোগ থেকে মুক্ত থাকবো তারজন্য শিলিগুড়ি শহরে নদীগুলোকে ভালো রাখা প্রয়োজন বলে অভিমত দিলেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। তিনি এশহরের নাগরিক। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়িতে পুরভোট হতে চলেছে। আর সেই দিকে তাকিয়ে ডাক্তার শীর্ষেন্দু পাল বলেছেন, পুরবোর্ড যাঁরাই গঠন করুন না কেন নাগরিকদের ভালো রাখতে গেলে নদীগুলোকেও ভালো রাখতে হবে। মহানন্দা,ফুলেশ্বরী, জোড়াপানি এই তিন নদী শিলিগুড়ি শহরে রয়েছে। কিন্তু মানুষের চূড়ান্ত অবহেলার জেরে নদীগুলো আজ মৃতপ্রায় এবং নদীগুলো দূষিত। এর ফলে নদীগুলো মশার আঁতুড় ঘর হয়ে উঠছে। ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ছাড়াও অন্যান্য রোগ। শিলিগুড়ির যানজট এবং বায়ূ দূষণ থেকেও তাঁরা ফুসফুসের রোগী পাচ্ছেন বলে ডাক্তার পাল জানিয়েছেন। তাই শহরের মানুষের স্বাস্থ্য ভালো রাখতে হলে শহরের যানজটও কমানো প্রয়োজন বলে বিশেষজ্ঞ ওই চিকিৎসক জানিয়েছেন।