![IMG_20211222_234423](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2021/12/IMG_20211222_234423-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন থেকে বুধবার পদ্মশ্রী করিমূল হকের মানব সেবা সদন হাসপাতালে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছে।তারই অঙ্গ হিসাবে পদ্মশ্রী করিমূল হকের মানবসেবা সদন হাসপাতালে ওইসব সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পদ্মশ্রী করিমূল হক ক্রান্তির রাজাডাঙা গ্রামে মানুষের সাহায্য নিয়ে তৈরি করছেন মানবসেবা সদন হাসপাতাল। বহু মানুষ সেই হাসপাতালের মাধ্যমে উপকৃত হচ্ছেন
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)