![IMG_20211222_013116](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2021/12/IMG_20211222_013116-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ এলাকায় পরপর দুটি খাটাল রয়েছে। খাটালে গরু মহিষের ভিড়।খাটালের বর্জ্য এলাকার নর্দমাগুলো বুজিয়ে দিয়েছে। নর্দমা দিনের পর দিন পরিস্কার না হওয়ায় তাতে ময়লা জল জমে দূষণ সৃষ্টি করছে। তার সঙ্গে মশা মাছির উপদ্রব সৃষ্টি করছে। বহু মানুষ এর জেরে অসুস্থও হয়ে পড়ছেন। আবার স্থানীয় ডাস্টবিনেও দিনের পর দিন জঞ্জাল জমছে। সবমিলিয়ে শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের সর্বপল্লী এলাকার নাগরিকরা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন। ভক্তিনগর থানার পিছনের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই সানসাইন ম্যাজেস্টি আবাসন।আর তার কাছেই বহু মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত। এলাকার বাসিন্দারা দিনের পর দিন পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন। সমগ্র বিষয় নিয়ে তাঁরা পুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)