![IMG_20211217_003806](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2021/12/IMG_20211217_003806-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদনঃ নাবালক ও নাবালিকাদের সুবিধার্থে নতুন রুপে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের উদ্বোধন হল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানায়। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন সিনির সহযোগিতায় খড়িবাড়ি থানায় দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার, খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন, খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম ও খড়িবাড়ির ওসি সুমন কল্যান সরকারের উপস্থিতিতে উদ্বোধন হয় এই চাইল্ড কর্নারের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। যেকোনো প্রয়োজনে সকলকেই চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের ব্যবহার করার আবেদন জানান মনোরঞ্জন ঘোষ। সঙ্গে কোনোরকম অসুবিধা হলে 1098 নম্বরে যোগাযোগ করার বার্তা দেওয়া হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)