নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিশু পুত্র কৌশিক দাসের জন্মদিনে বৃক্ষরোপন করলেন বাবা খোকন দাস।শিলিগুড়ি চয়নপাড়া আমতলায় রবিবার সকালে তিনি তার শিশু পুত্রকে কোলে নিয়ে ওই এলাকায় আম,জাম,আমলকি, কৃষ্ণ চূড়া, নারকেল গাছ লাগালেন। মোট দশটি গাছ। তাকে সহযোগিতা করলেন এলাকার আরও অনেকে।
চয়নপাড়া আমতলায় বাড়ি খোকন দাসের। তার স্ত্রীর নাম শুক্লা দাস। একই সন্তান রয়েছে তাদের। সেই শিশু সন্তানের নাম কৌশিক দাস। বয়স দুবছর। রবিবারই দুবছরে পা দিয়েছে কৌশিক। আর শিশু সন্তানের জন্মদিনেে আগামী প্রজন্ম এবং পরিবেশের কথা ভেবে গাছ লাগানো শুরু করেন খোকনবাবু। তিনি এদিন এলাকায় গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আরও সকলের কাছে পরিবেশের স্বার্থে গাছ লাগানোর আবেদন জানান। খোকনবাবু একজন চিত্র শিল্পী। এদিন খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া গাছ লাগাও প্রান বাচাও গানের সুরে সুরে তিনি বৃক্ষরোপন করেন। তিনি জানান,এবার থেকে প্রতিবছর ছেলের জন্মদিনে তিনি বৃক্ষরোপন করবেন।