শিলিগুড়ি বাঘাযতীন পার্কে শুরু মহকুমা বই মেলা

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে ৩৯ তম উত্তরবঙ্গ বই মেলা শেষ হয়েছে। সোমবার শিলিগুড়ির বাঘাযতিন পার্কে শুরু হলো ১১ তম শিলিগুড়ি মহকুমা বই মেলা। এদিন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ির মহকুমা শাসক সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে শুরু হয় বই মেলার। সোমবার বই মেলা উপলক্ষে শিলিগুড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাঘাযতিন পার্কে বই মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শিলিগুড়ি মহকুমা বই মেলার প্রদীপ জ্বালিয়ে উদবোধন করেন সিদ্দিকুল্লা চৌধুরী ও গৌতম দেব সহ বিশিষ্টরা। এই বই মেলায় রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রকাশকদের বই।